Posts

Showing posts from September, 2018

আমার দেখা সেরা ১০ ছবি

শুরুতেই বলে রাখি, আমি দর্শক হিসেবে খুব উচু মানের না। নির্মাণ শৈলি আমি ভাল বুঝি না। কেন মুভিটা এতো বেশি ভাল লাগছে তাও ব্যাখ্যা করতে পারি না। খালি জানি ভাল লাগছে, মনে প্রভাব পড়ছে। সেই দৃষ্টিকোন থেকে তালিকাটা তৈরি। আর এই তালিকা করতে গিয়ে ছোট্ট একটু দুনম্বরিও করলাম। সেটা না হয় শেষে বলি। বলে রাখি পছন্দের ক্রমানুসারে তালিকাটা করা না। সবগুলোই আমার কাছে এক নম্বর। ১। দি শওশাঙ্ক রিডেমশন: এ ছবিটি বার বারই দেখতে চাই। আমার আজও বিষ্ময় এই ছবিটি কেন পুরস্কারের দৌড়ে খুব বেশি ভাল করলো না। তবে ইন্টারন্টে ব্যবহারকারীদের ভোটে এই ছবিটির স্থান সর্বকালে দ্বিতীয়। জেল জীবন ও জেল পালানো ছবি। নির্মাণ এবং অভিনয় দুই দিক থেকেই এটি একটি সেরা ছবি। টিম রবিনস এবং মর্গান ফ্রিম্যান এই ছবির প্রধান দুই অভিনেতা। ২। বিফোর সানরাইজ: দুই দেশের দুই জনের দেখা হলে ট্রেনে। মাঝে তারা নেমে গেলো অষ্ট্রিয়ায়, কিছু সময় কাটাতে। বলতে গেলে এইটুকুই ছবি। কিন্তু একবার দেখা শুরু করলে চোখ ফেরানো যায় না, কান রাখতে হয় সজাগ। ছবিতে আমরা খুব বেশি কৃত্তিম সংলাপ শুনি, যেগুলো হয়তো বাস্তব জীবনে আমরা বলি না। বিফোর সানরাইজ এই দিক থেকেই টানে বেশি। আহা!

Hipaa Data Regulation

The HHS HIPAA Security Series suggests that covered entities ask themselves the following two questions to help determine if data encryption is appropriate: Which ePHI should be encrypted and decrypted to prevent access by persons or software programs that have not been granted access rights? What encryption and decryption mechanisms are reasonable and appropriate to implement to prevent access to ePHI by persons or software programs that have not been granted access rights? To that same extent, covered entities should determine who is accessing the data, and how they might be doing so. For example, if a facility has a BYOD policy, and employees can access ePHI through their phone, mobile data encryption might be appropriate. It remains to be seen if the government will make adjustments on its requirements for health data encryption. Until then, facilities need to be thorough in their risk assessments so they can properly determine if data encryption is a necessary

বিয়ের বাজার

Image
বিয়ের বাজার 👰 ' মেয়েকে আমাদের খুবই পছন্দ । কিন্তু রংটাই যা একটু কালো । সে আপনি দশ ভরি গয়নায় সাজাবেন যখন তখন সবই ঢেকে যাবে । আর আমার ছেলের অনেকদিনের সখ একটা দু চা কার । সে আর কতই বা দাম । আপনি আপনার জামাইকে দেবেন । মেয়েও তাতে চড়ে এখানে আসতে পারবে । আর চেষ্টা করলে দু লাখ টাকা জোগাড় করা আপনার কোনো ব্যাপার না । ' হাসি মুখে বললেন পাত্রের পিতা দুলাল বাবু । শ্যামার মুখে খানিক আঁধার ঘনিয়ে এলো । নিশীথ বাবুর তা অগোচর হল না । মেয়েকে তিনি লেখাপড়া শিখিয়ে যোগ্য করেই গড়েছেন । তিনি জানেন অর্থাভাবে বিবাহ পন্ড হতে চলেছে এই ভেবে শ্যামার মুখে আঁধার ঘনায়নি , ঘনিয়েছে লজ্জায় আর অপমানে । লাজুক লাজুক মুখ করে বসে থাকা পাত্রের দিকে একবার চেয়ে নিশীথ বাবু যথা সম্ভব বিনয়ের সঙ্গে বললেন , ' সে তো অবশ্যই । এত ভালো ছেলে । কিন্তু মুশকিল হল যে আপনার ছেলের নাকের শেপটা আমার মেয়ের ঠিক পছন্দ নয় । এছাড়া বাবা জীবনের কথায় একটু শ-এর দোষ আছে । আর সবচেয়ে জরুরি হল মেরুদন্ড, সরীসৃপের মত নয় , অন্যায় দেখলে প্রতিবাদ করতে জানে এমন মেরুদন্ডের প্রয়োজন । তা বলছি এগুলো একটু বদলে দিন না প্লিস । ' দুলাল বাবু সদ্য রসগোল্লা