Posts

Showing posts from November, 2018

চাকরিজীবী করদাতার আয়কর বের করার নিয়ম

দেশে ব্যবসা-বাণিজ্যের প্রসারের সাথে সাথে বাড়ছে চাকরীজীবীর সংখ্যা। যাদের অনেকেই কর দিয়ে থাকেন। সেই কথা মাথায় রেখেই এই বছর জাতীয় রাজস্ব বোর্ড নতুন একটি রিটার্ন ফর্ম “আইটি-১১ঙ” চালু করেছে যা অনেক সহজ। এই নতুন রিটার্ন ফর্ম মাত্র তিন পৃষ্ঠার। আগে যাদের বেতন থেকে আয় ছিলো তাদেরকে মূল রিটার্নের সাথে তফসিল ২৪এ জমা দিতে হতো। কিন্তু নতুন রিটার্ন ফর্মে সে ধরনের কোন ছাপানো ফর্ম নেই। সাদা কাগজে আপনার বেতন থেকে করযোগ্য আয় গণনার হিসেব জমা দিতে হবে। তাই আপনার জানা দরকার কিভাবে বেতন থেকে সেই করযোগ্য আয় গণনা করতে হয়। আপনি চাইলে নিজেই নিজের করযোগ্য আয় গণনা করতে পারেন। নিচে আমরা একটি উদাহরণের মাধ্যমে এই গণনা করবো। যেহেতু অনেক সংখ্যা ব্যবহার করা হবে তাই হাপিয়ে না উঠে ধৈর্য নিয়ে আপনি যদি শুরু থেকে শেষ পর্যন্ত পড়তে পারেন তাহলে আপনি নিজেই বের করতে পারবেন আপনার করযোগ্য আয়। তাহলে চলুন শুরু করি। মি করিম একটা বেসরকারি প্রতিষ্ঠানে চাকরি করেন। তিনি নিচের সুবিধাগুলো পেয়ে থাকেন তার কোম্পানি থেকেঃ ০১। মূল বেতন মাসিক ৮০,০০০ টাকা। ০২। বাড়ি ভাড়া ভাতা মূল বেতনের ৫০% অর্থাৎ ৪০,০০০ টাকা (মাসিক)। ০৩। যাতায়াত ভাতা ম...