বিয়ের বাজার
বিয়ের বাজার👰
' মেয়েকে আমাদের খুবই পছন্দ । কিন্তু রংটাই যা একটু কালো । সে আপনি দশ ভরি গয়নায় সাজাবেন যখন তখন সবই ঢেকে যাবে । আর আমার ছেলের অনেকদিনের সখ একটা দু চাকার । সে আর কতই বা দাম । আপনি আপনার জামাইকে দেবেন । মেয়েও তাতে চড়ে এখানে আসতে পারবে । আর চেষ্টা করলে দু লাখ টাকা জোগাড় করা আপনার কোনো ব্যাপার না । ' হাসি মুখে বললেন পাত্রের পিতা দুলাল বাবু । শ্যামার মুখে খানিক আঁধার ঘনিয়ে এলো । নিশীথ বাবুর তা অগোচর হল না । মেয়েকে তিনি লেখাপড়া শিখিয়ে যোগ্য করেই গড়েছেন । তিনি জানেন অর্থাভাবে বিবাহ পন্ড হতে চলেছে এই ভেবে শ্যামার মুখে আঁধার ঘনায়নি , ঘনিয়েছে লজ্জায় আর অপমানে । লাজুক লাজুক মুখ করে বসে থাকা পাত্রের দিকে একবার চেয়ে নিশীথ বাবু যথা সম্ভব বিনয়ের সঙ্গে বললেন , ' সে তো অবশ্যই । এত ভালো ছেলে । কিন্তু মুশকিল হল যে আপনার ছেলের নাকের শেপটা আমার মেয়ের ঠিক পছন্দ নয় । এছাড়া বাবা জীবনের কথায় একটু শ-এর দোষ আছে । আর সবচেয়ে জরুরি হল মেরুদন্ড, সরীসৃপের মত নয় , অন্যায় দেখলে প্রতিবাদ করতে জানে এমন মেরুদন্ডের প্রয়োজন । তা বলছি এগুলো একটু বদলে দিন না প্লিস । '
দুলাল বাবু সদ্য রসগোল্লাটি মুখে পুড়েছিলেন । নিশীথ বাবুর কথায় বিষম খেলেন । শ্যামা জলের গ্লাস এগিয়ে দিল । আঁধার কাটিয়ে তার মুখে আবার আলো ফুটেছে । দুলাল বাবু খানিক সামলে শুধু একটাই শব্দ বলতে পারলেন , ' মানে ? ' নিশীথ বাবু পাক্কা খরিদ্দারের মত বলে উঠলেন , ' এত দাম দিয়ে জামাই কিনবো আর দেখে নেব না ? এতগুলো টাকার কেনা জিনিস পছন্দসই নাহলে চলে বলুন ।' দুলাল বাবুর হাঁ মুখ বন্ধ হচ্ছে না । শ্যামা জলের গ্লাস আবার তুলে নিলো , আবার যদি বিষম খান ।||
দুলাল বাবু সদ্য রসগোল্লাটি মুখে পুড়েছিলেন । নিশীথ বাবুর কথায় বিষম খেলেন । শ্যামা জলের গ্লাস এগিয়ে দিল । আঁধার কাটিয়ে তার মুখে আবার আলো ফুটেছে । দুলাল বাবু খানিক সামলে শুধু একটাই শব্দ বলতে পারলেন , ' মানে ? ' নিশীথ বাবু পাক্কা খরিদ্দারের মত বলে উঠলেন , ' এত দাম দিয়ে জামাই কিনবো আর দেখে নেব না ? এতগুলো টাকার কেনা জিনিস পছন্দসই নাহলে চলে বলুন ।' দুলাল বাবুর হাঁ মুখ বন্ধ হচ্ছে না । শ্যামা জলের গ্লাস আবার তুলে নিলো , আবার যদি বিষম খান ।||
Comments
Post a Comment